Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

‘বলিউডেও আরো ভালো কিছু করতে পারব’

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১১:২৬:২১
‘বলিউডেও আরো ভালো কিছু করতে পারব’

দ্য রিপোর্ট ডেস্ক : হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মম। এরই ধারাবাহিকতায় পরিচালক ফয়সাল সাইফের পরিচালনায় ছবিটিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বলিউডে মম’র যাত্রা। বলিউডেও আরো ভালো কিছু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন মম।

গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে নাম প্রকাশ না হওয়া ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

সিনেমাটি পরিচালনা করছেন ফয়সাল সাইফ। শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে।

এ প্রসঙ্গে ভারতের আনন্দবাজার পত্রিকাকে মম বলেন, ‘পরিচালক ফয়সাল সাইফের পরিচালনায় ছবিটিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বলিউডে আমার যাত্রা। দেশের পর্দায় অভিনয় করে দর্শকদের মন যেভাবে জয় করেছি, আশা করি বলিউডেও আরো ভালো কিছু করতে পারব। ছবির নাম ও সহশিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে শুটিংয়ের আগে তাদের নাম ও ছবির নাম ঘোষণা করবেন পরিচালক।’

প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের গল্প অবলম্বনে সাজানো হয়েছে সিনেমাটির গল্প।

পরিচালক ফয়সাল সাইফ বলেন, ‘নারীকেন্দ্রিক আমার নতুন এই ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পটিতে বলতে গেলে মূল চরিত্র মমই। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো হয়েছে।’

এক দশক আগে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে অভিনয়ে আসেন মম। প্রথম সিনেমা ‘দারুচিনি দ্বীপ’-এ অভিনয় করে পান জাতীয় পুরস্কার। মুক্তি পাওয়া অন্য দুটি ছবি হলো ‘প্রেম করবো তোমার সাথে’ ও ‘ছুঁয়ে দিলে মন’। নির্মাণাধীন রয়েছে ‘স্বপ্নবাড়ি’ ও ‘আলতা বানু’। এছাড়া অসংখ্য জনপ্রিয় নাটকে দেখা গেছে মমকে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)