Airtel & Robi User Only

প্রচ্ছদ » ক্রিকেট » বিস্তারিত

দুপুরে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

২০১৭ অক্টোবর ১২ ১০:১৯:২৯
দুপুরে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সঙ্গে রবিবার কিম্বারলিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ব্লুমফন্টেইনে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-মুশফিকরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটা বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে এবার ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ।

প্রস্তুতি ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির মতো তারকা ক্রিকেটারও খেলবেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের হয়ে। টেস্ট সিরিজে ব্যর্থ বাংলাদেশের জন্য ম্যাচটি আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার।

সাকিব আল হাসানকে ছাড়াই টেস্ট সিরিজ খেলতে হয়েছে বাংলাদেশকে। রঙিন পোশাকে খেলবেন সাকিব। চোট দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিয়েছিল তামিম ইকবালকে। বুধবার তামিম অনুশীলনে ফিরেছেন। প্রস্তুতি ম্যাচে হয়তো খেলবেন না। তবে প্রথম ওয়ানডেতেই ফিরতে পারেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১২, ২১০৭)