Airtel & Robi User Only

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

ঢাকায় বিএনপির বিক্ষোভ কাল

২০১৮ জানুয়ারি ০৫ ১৮:২৩:০২
ঢাকায় বিএনপির বিক্ষোভ কাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কোনো কর্মসূচি পালনের অনুমতি না দেওয়ায় শনিবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিএনপি।

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএন‌পির জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী আহ‌মেদ।

তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচ‌নের কলঙ্ক‌কে আড়াল কর‌তে গণতন্ত্র হত্যা দিবস পালন কর‌তে দেয়‌নি সরকার। এর প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগ‌রের থানায় থানায় বি‌ক্ষোভ কর্মসূ‌চি ডে‌কে‌ছে বিএন‌পি।’

২০১৪ সালের ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচন করে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই সময় নির্বাচন বর্জন করা দেশের অন্যতম বিরোধী দল বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। তবে আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস হিসেবে পালন করে থাকে।

আওয়ামী লীগকে ‘গণতন্ত্র হত্যাকারী’ অভিহিত করে রিজভী আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক রীতিনীতিতে ন্যূনতম বিশ্বাসী দল হতো, তাহলে বিএনপিকে সভা-সমাবেশ করতে বাধা দিত না। এর মাধ্যমে সরকারের গণতন্ত্র ও গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের অধিকারের ওপর দুর্বৃত্তমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে।’

‘অথচ আজ আওয়ামী লীগ ঢাকায় দুটি সমাবেশ করবে, কিন্তু বিএনপিসহ বিরোধী দলকে সমাবেশ করতে বাধা দেওয়া হলো। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে আড়াল করার জন্যই বিএনপির কর্মসূচি পালনে বাধা দিতে পোড়ামাটি নীতি অবলম্বন করা হয়েছে,’ যোগ করেন বিএনপির এই নেতা।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৫, ২০১৮)