Airtel & Robi User Only

প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

২০১৮ ফেব্রুয়ারি ১৪ ১৪:৩৭:০৪
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে মাহেন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জালাল মিয়া (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শহরের শায়েস্তানগর ঈদগাহ এলাকায় বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইয়াকুব আলী (৪৭) ও রাসেল মিয়া (৩১)।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, শায়েস্তানগর এলাকা থেকে একটি মাহেন্দ্র শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনজন আহত হন।

পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)