Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

চুম্বনে আপত্তি, পিছিয়ে গেলো শ্যুটিং

২০১৮ মে ১৫ ১৩:৫০:২৪
চুম্বনে আপত্তি, পিছিয়ে গেলো শ্যুটিং

দ্য রিপোর্ট ডেস্ক: রুপোলি পর্দায় এখন গভীর চুম্বন আর ঘনিষ্ঠ দৃশ্যই যেন রোমান্টিসিজমকে বেশি করে অনুভব করায়। আর দর্শকদের সেই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখেই যেন নিজের ট্রেন্ড থেকে বেরিয়ে আসছেন অনেক তারকা। বড় বড় তারকারা যখন সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের পাল্টে ফেলেছেন, তখন চুম্বন দৃশ্যে আপত্তি জানালেন ভারতের টেলিভিশন অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়া।

তবে শুধু অভিনেত্রীই নন, সহ-অভিনেতা আশিস শর্মারও আপত্তি রয়েছে চুম্বনে। আর এর কারণেই পিছিয়ে গেছে ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘পৃথবী বল্লভ’-এর শ্যুটিং৷

সম্প্রতি সনি টিভির এই ধারাবাহিকটির একটি আগামী এপিসোডের শ্যুটিং চলছিল৷ সেখানে নির্মাতাদের দাবি ছিল একটি শটে নায়ক নায়িকার চুম্বন দৃশ্য দেখানো হোক৷ আকস্মিক এরকম দাবিতে আপত্তি জানায় সোনারিকা এবং আশিস৷

আশিস বলেন, আমার মনে হয় ওই দৃশ্যে চুম্বনটা প্রাসঙ্গিক নয়৷ স্ক্রিপ্ট অনুযায়ী দৃশ্যে লিপ লক না থাকলেও কোনো সমস্যা নেই৷ ফলে এই সিদ্ধান্তে আমি সহমত হতে পারলাম না৷

সোনারিকা বলেন, এর আগেও সিনেমাতে ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বন দৃশ্যে অভিনয় করেছি৷ ফলে এতে আমার আপত্তি না থাকাটাই স্বাভাবিক৷ কিন্তু এই দৃশ্যে চুম্বনটি অনস্ক্রিন না দেখালেও চলে। আমরা নির্মাতাদের বুঝিয়েছি এবং ওরা বিষয়টি বুঝেছেন৷

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৬, ২০১৮)