Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

ফের পর্দাতে বিপাশা-করণ জুটি

২০১৮ মে ৩০ ১২:৩৮:০৮
ফের পর্দাতে বিপাশা-করণ জুটি

দ্য রিপোর্ট ডেস্ক : বাস্তব জীবনের জুটি তারা সেটা সবারই জানা। তবে পর্দাতেও জুটি হয়েছিলেন। সর্বশেষ ২০১৫ সালে একসঙ্গে দেখা পর্দায় গিয়েছিল বিপাশা বাসু ও করণ সিং গ্রোভারকে। তিন বছর বিরতি দিয়ে আবারো একসঙ্গে পর্দায় ফিরছেন এই বলিউড কাপল জুটি।

বিক্রম ভাটের পরবর্তী সিনেমা ‘আদত’-এ অভিনয় করবেন এ জুটি। ২০১৫ সালে ভৌতিক ছবি ‘অ্যালন’-এ দেখা গিয়েছিল তাদের। পরিচালক ভূষণ প্যাটেলের পরিচালনায় এই ছবিতে দেখা গিয়েছিল বিপাশা-করণের রসায়ন।

মুম্বাই মিরর সূত্রে খবর, ‘আদত’ ছবিতে নায়কের চরিত্রে করণ সিং গ্রোভারকে চূড়ান্ত করা হয়েছে। জুন মাস থেকেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এই ছবির চিত্রনাট্য লিখছেন করণ-বিপাশার আগের ছবির পরিচালক ভূষণ প্যাটেল নিজেই। তিনি নিজেই এই ছবিতে তার চিত্রনাট্য লেখা খবরের কথা জানিয়ে লন্ডনে গিয়েছেন ছবিটি চূড়ান্ত করার জন্য।

এদিকে আরো একটি সূত্র জানাচ্ছে, বিক্রম ভাটের এই ছবি ‘আদত’-এর সম্পূর্ণ শুটিং হবে লন্ডনে। মে মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও শুটিং ৭ জুন থেকে শুরু হচ্ছে বলে জানা গেছে। ৪৫ দিন ধরে চলবে ছবির শুটিং।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩০, ২০১৮)