Airtel & Robi User Only

প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত

দর বাড়ার কারণ নেই এমবি ফার্মার

২০১৮ জুন ০৪ ১৩:৫৮:৪৯
দর বাড়ার কারণ নেই এমবি ফার্মার

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৬ মে থেকে এমবি ফার্মার শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৪২৬ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৫০৫ টাকা ৮০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৪, ২০১৮)