Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

হঠাৎ নাম বদলে ফেললেন প্রীতি জিনতা

২০১৮ জুন ০৯ ১৭:৫১:০০
হঠাৎ নাম বদলে ফেললেন প্রীতি জিনতা

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডে সকলের কাছে তিনি প্রীতি জিনতা নামে পরিচিত। কিন্তু হঠাৎ করে নিজের নাম বদলে ফেললেন প্রীতি জিনতা।

কিন্তু তিনি বিয়ের দুইবছর পর কেনো এমন সিদ্ধান্ত নিলেন, এ নিয়ে অবশ্য তিনি মুখ খোলেন নি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, এখন থেকে প্রীতি নিজের নাম এবং পদবির মাঝে ‘জি’ অক্ষরটি ব্যবহার করবেন। অর্থাৎ তিনি হবেন প্রীতি ‘জি’ জিন্টা। এ নিয়ে ভক্তদের মাঝে বিভ্রান্তি দূর করতে বৃহস্পতিবার টুইটারে পোস্ট করেন `দিল সে’ এ অভিনেত্রী।

টুইটারে প্রীতি লিখেন, ‘বিয়ের পর আমি সিদ্ধান্ত নেই ‘জি’ শব্দটা আমার স্বামীর নামের থেকে নেব। একটা ‘জি’ আমার জন্য যথেষ্ট।’ কারণ প্রীতির স্বামীর নাম জেনে। সম্ভবত এ কারণেই হয়তো তিনি নিজের নাম বদল করছেন বলে মনে করছেন অনেকেই।

এদিকে, দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন সোনম কপূর। এরপর থেকেই তিনিও নিজের নাম এবং পদবীর মধ্যে ‘কে’ অক্ষরটি ব্যবহার করছেন। কিন্তু বিয়ের দু’বছর পরে প্রীতি কেন এই সিদ্ধান্ত নিলেন, তা অবশ্য খোলসা করেননি এ বলিউড অভিনেত্রী।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৯, ২০১৮)