Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

বিয়ের কেনাকাটায় ব্যস্ত দীপিকা

২০১৮ জুন ১০ ১৬:০৯:৪৮
বিয়ের কেনাকাটায় ব্যস্ত দীপিকা

দ্য রিপোর্ট ডেস্ক: বিরাট-আনুশকা, সোনম কাপুর-আনন্দ আহুজার পর এবার আরও একটি ঝলমলে বিয়ের অপেক্ষা করছে বলিউডপাড়া। শিগগিরই বাজবে বিয়ের সানাই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দীপিকা পাড়ুকোন নাকি বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। সম্প্রতি মায়ের সঙ্গে মুম্বাইয়ের একটি সোনার দোকানে দেখা যায় দীপিকাকে।

বিয়ের কেনাকাটার জন্যই নাকি মায়ের সঙ্গে ওই সোনার দোকানে হাজির হয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে অবশ্য মুখ খোলেননি দীপিকা।

কিন্তু মায়ের সঙ্গে সোনার দোকানে গিয়ে তিনি যে বেশ উচ্ছ্বসিত ছিলেন, সেটি স্পষ্টই দেখা যায় দীপিকার চোখমুখে।

দীপিকা-রণবীর সিংয়ের প্রেম, অতঃপর বিয়ে পর্যন্ত গড়াতে যাচ্ছে। তবে গুঞ্জনে শোনা যায়, দীপিকা এখনও পুরনো প্রেমিককে ভুলতে পারেননি।

এর আগে রণবীর কাপুরের সঙ্গে গভীর প্রেম ছিল এ অভিনেত্রীর। কিন্তু রণবীর কাপুর দীপিকার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমে জড়ান।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১০, ২০১৮)