Airtel & Robi User Only

প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ১

২০১৮ জুলাই ১২ ১০:০১:৩৮
ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মহেশপুর-জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তির নাম নুরুল কসাই ওরফে নুরু ডাকাত।

নিহত নুরু উপজেলার পুরন্দপুর গ্রামের আলী কসাইয়ের ছেলে। নুরু এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। দীর্ঘদিন এলাকায় তাকে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

মহেশপুর থানার এসআই কামাল হোসেন জানান, রাত ২টার দিকে সড়কে গাছ ফেলে ডাকাতি করা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশের পৃথক দুটি দল সেখানে যায়। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে তারাও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুরু নামে এক ডাকাত ঘটনাস্থলে নিহত হন।

ঘটনাস্থল থেকে একটি গুলিভর্তি শাটারগানসহ দুটি হাতবোমা, গাছ কাটা করাত উদ্ধার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১২, ২০১৮)