Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

যার প্রেমে হাবুডুবু খেতেন কারিনা!

২০১৮ অক্টোবর ০১ ১৫:৪৯:০৬
যার প্রেমে হাবুডুবু খেতেন কারিনা!

দ্য রিপোর্ট ডেস্ক : শাহিদ কাপুরের প্রেমে মজেছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। কিন্তু গাঁট বেঁধেছেন পতৌদি ছোট নবাব সাইফ আলী খানের সঙ্গে। এ কথা সবারই জানা।

তবে আরও একজন রাজনীতিবিদের প্রেমে কাপুরকন্যা নাকি একসময় হাবুডুবু খেতেন, সেটি হয়তো জানা নেই অনেকের।

সেই রাজনীতিবিদ হলেন বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সম্প্রতি ভারতীয় সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘নেতা অভিনেতা : বলিউড স্টার পাওয়ার ইন পলিটিক্স’ নামের একটি বইয়ে উঠে এসেছে অভিনেতা, অভিনেত্রী ও রাজনীতিবিদদের সম্পর্কে নানা তথ্য।

সে বইতে রশিদ কিদওয়াই লিখেছেন- কারিনা কাপুর নাকি রাহুল গান্ধীকে একসময় ভীষণ পছন্দ করতেন। রাজীব গান্ধী তনয়ের সঙ্গে ডেটে যেতেও নাকি ইচ্ছা প্রকাশ করতেন কারিনা।

বিষয়টি ২০০৯ সালেও আলোচনায় এসেছিল। সে সময় যখন সাংবাদিকরা কারিনাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি বলেছিলেন- ‘ও অনেক পুরনো কথা। এই কাপুর ও গান্ধী দুই পরিবারই এ দেশে ভীষণ বিখ্যাত তাই বলেছিলাম।’

এর পর ২০১২ সালেও একবার এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল কারিনাকে। হঠাৎই অস্বীকার করে তিনি ক্যামেরার সামনে বলেছিলেন- ‘দেখা করার কথা বলেছিলাম, ডেট করতে স্বপ্ন দেখেছি তা বলিনি।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০১, ২০১৮)