Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

দীপিকা ছেড়ে আলিয়াতে রণবীর

২০১৯ জানুয়ারি ০৫ ১৬:৩১:১৮
দীপিকা ছেড়ে আলিয়াতে রণবীর

দ্য রিপোর্ট ডেস্ক: এখনো বিয়ের রেশ কাটেনি। দীপিকা যেন তার জীবনে লক্ষী হয়েই এসেছেন। বিয়ের পর বাজিমাৎ করলেন রণবীর সিং।

মাত্র এক সপ্তাহে তার অভিনীত ‘সিম্বা’ আয় করেছে ১৫০ কোটি রুপি!পুলিশি অ্যাকশান ঘরানার ছবি ‘সিম্বা’। আর এই ছবি দিয়েই সাড়া ফেলে দিয়েছেন রণবীর সিং।

এদিকে খলজির খোলস ছেড়ে রণবীর হাজির হয়েছেন পুলিশ আধিকারিকের রূপে। এবার রণবীর একেবারে শহরের বস্তিতে থাকা নিম্ন মধ্যবিত্ত যুবক। এখানে রণবীর খলজির মতো হিংস্র নয়, কিংবা 'সিম্বা' ওই পুলিশ আধিকারিকের মতো ধুরন্ধরও নন। এখানে তিনি একেবারেই শান্ত ও ধীর, স্থির।

তাকে এখানে দেখা যাচ্ছে একজন র‌্যাপারের চরিত্রে। আর এখানে দীপিকা নন, র‌্যাপ গায়ক রণবীরকে সঙ্গে আছেন আলিয়া বাট। পাশাপাশি রণবীরের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী কালকি কোয়েচলিনকেও।

র‌্যাপার ডিভাইন ও নেজির জীবনের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ১ মিনিট ৩০ সেকেন্ডের এই টিজার। ছবির টিজারে ইঙ্গিত মিলেছে পাড়ার গলির সাধারণ ছেলে রণবীর র‌্যাপ গেয়ে সারা দেশে পরিচিত হয়ে যাবেন।

এই টিজারের ট্যাগলাইন রাখা হয়েছে 'আসলি হি হপ'। যা দেখে বেশ বোঝা যাচ্ছে সারা দেশে হিপ হপ ক্যালচারকে পরিচিতি করিয়ে দিতে চান ছবির নির্মাতা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৫, ২০১৯)