Airtel & Robi User Only

প্রচ্ছদ » অপরাধ ও আইন » বিস্তারিত

সিআইডির প্রধান হলেন এআইজিপি শফিকুল ইসলাম

২০১৯ মে ১৬ ২১:৩৫:১৯
সিআইডির প্রধান হলেন এআইজিপি শফিকুল ইসলাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে নৌপুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১৬,২০১৯)