Airtel & Robi User Only

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

ট্রাফিক পুলিশের ইফতার সরবরাহে স্পন্সরের চেক প্রদান করলো আল আরাফাহ ব্যাংক

২০১৯ মে ১৮ ১৭:১৪:৫৭
ট্রাফিক পুলিশের ইফতার সরবরাহে স্পন্সরের চেক প্রদান করলো আল আরাফাহ ব্যাংক

রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক পুলিশকে সময়মতো ইফতার সরবরাহের বৃহস্পতিবার ট্রাফিক পূর্ব বিভাগ, মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ এর নিকট স্পন্সরের চেক হস্তান্তর করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, এস. এম. জাফর, মো. শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লা, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।


দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক পুলিশকে সময়মত ও মানসম্মত ইফতার সরবরাহে স্পন্সরের চেক প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (১৬ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ট্রাফিক পূর্ব বিভাগ মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ এর নিকট এ চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, এস. এম. জাফর, মো. শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১৮,২০১৯)