Airtel & Robi User Only

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

২০১৯ জুলাই ০২ ১৬:৩৮:২০
দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৬৪০ কোটি ডলারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২০১৭-১৮ অর্থবছরে রেমিট্যান্স আসে এক হাজার ৪৯৮ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর হুন্ডির কারণে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে গেলেও সদ্য বিদায়ী অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে এক বছরে (অর্থবছর) সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে এবার।

এর মধ্যে গত মে ও জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০৯ কোটি ডলার। গত ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ এক হাজার ৫৩২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (মুখপাত্র) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বিদায়ী অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ভালো ছিল। মুলত হুন্ডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ফলেই বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এর উপর ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় এর প্রবাহ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।’

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে তিন হাজার ৬০ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০২,২০১৯)