Airtel & Robi User Only

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

'এই ভাবে জয়টা মেনে নেওয়া যায় না'

২০১৯ জুলাই ২০ ২০:৩৯:৫৭
'এই ভাবে জয়টা মেনে নেওয়া যায় না'

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেও ফাইনালে ইংল্যান্ডের জয় নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এ বার ইংল্যান্ড অধিনায়ক অইন মরগ্যান জানিয়ে দিলেন, ফাইনালে এই ভাবে জেতা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। খবর আনন্দ বাজারের

বিশ্বকাপ ফাইনালে বেশি বাউন্ডারি মারার জন্য প্রথম বার বিশ্বকাপ যেতে ইংল্যান্ড। এই নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক অইন মরগ্যান বললেন, “দু’টি দলের মধ্যে খুব সামান্য তফাত ছিল। যে কোনও একটি দল জিতে যেতে পারত। ফাইনালে দু’টি দল প্রায় একই রকম পারফর্ম করেছে। কিন্তু এ ভাবে জিতব এটা আমিও আশা করিনি। এই জয় কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”

মরগ্যান আরও বলেন, “জেতা বা হারার মধ্যে খুব সামান্যই তফাত ছিল। জেতা অবশ্যই কঠিন ছিল, কিন্তু হেরে যাওয়া আরও কঠিন ছিল সেই মুহূর্তে। আমি উইলিয়ামসনকে বলেছি, আমরা ম্যাচ তোমাদের হাতে অনেক সময় তুলে দিয়েছিলাম কিন্তু তোমরা সেই সুযোগ নিতে পারোনি।”

মরগ্যান স্বীকার করেছেন, এই ম্যাচটি তিনি আজীবন মনে রাখবেন কারণ এই ম্যাচ সর্বকালের সেরার তালিকায় ফেলা যায়। এই রকম টানটান ম্যাচ আর হয়ত দেখা যাবে না।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২০,২০১৯)