Airtel & Robi User Only

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

ঢাবি এবারও কালো দিবস পালন করবে

২০১৯ আগস্ট ২২ ০০:১৫:০৩
ঢাবি এবারও কালো দিবস পালন করবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারও কালো দিবস পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ উপলক্ষে শুক্রবার অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের আয়োজন করা হয়েছে।

২০০৭ সালের ২০-২৩ আগস্ট সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার ও বর্বরোচিত নির্যাতনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

কালো ব্যাজ ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

২০০৭ সালের ২০-২৩ আগস্ট সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়ে থাকে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২১,২০১৯)