Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

মেয়ের মা হলেন কণ্ঠশিল্পী সালমা

২০১৯ সেপ্টেম্বর ০৭ ১৭:১৯:৫১
মেয়ের মা হলেন কণ্ঠশিল্পী সালমা

দ্য রিপোর্ট ডেস্ক: ফের কন্যা সন্তানের মা হলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ফেসবুকে একটি পোস্ট করে সালমা নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টে কয়েকটি ছবি শেয়ার করে সালমা লেখেন, আমার মেয়ের নাম রেখেছি সাফিয়া নূর। মা-মেয়ে দুজনেই ভালো আছি। আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।

১ সেপ্টেম্বর রাত ১১টায় রাজধানীর একটি হাসপাতালে সাফিয়ার জন্ম হয়। শুরুর দিকে মা-মেয়ের অবস্থা খুব একটা ভালো ছিল না। যে কারণে আনন্দের খবরটি জানাতে খানিকটা বিলম্ব করেন তিনি।

গত বছরের ৩১ ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে যুক্তরাজ্য প্রবাসী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন সালমা। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। সালমার প্রথম সংসারে স্নেহা নামে আরেকটি কন্যা সন্তান রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৭,২০১৯)