Airtel & Robi User Only

প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত

টেকনাফে পাহাড় ধসে দুই শিশু নিহত

২০১৯ সেপ্টেম্বর ১০ ১১:৩৮:৫২
টেকনাফে পাহাড় ধসে দুই শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের পুরান পল্লান পাড়ায় টেকনাফে পাহাড় ধসে প্রাণ গেল দুই শিশুর। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। মঙ্গলবার ভোরে মুষলধারে বৃষ্টির সময় এ পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা আব্দুল মতিন।

নিহতরা হচ্ছে- টেকনাফের পুরান পল্লান পাড়ার মুহাম্মদ আলমের মেয়ে আফিয়া (৫) ও একই এলাকার রবিউল হাসানের ছেলে মেহেদী হাসান (১০)।

টেকনাফ উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা আব্দুল মতিন জানান, টেকনাফের পুরান পল্লান পাড়ার মুহাম্মদ আলম ও রবিউল হাসান পাহাড়ের পাদদেশে বাড়ি করে বাস করছিলেন। সোমবার দিবাগত রাতে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার ভোররাতে বৃষ্টির তোড়ে তাদের বাড়ির ওপর অংশে থাকা পাহাড়টি ধসে পড়ে। এতে দুই বাড়ির দুই শিশু মাটিচাপায় ঘটনাস্থলে মারা যায়। বাকিদের মাটিচাপা থেকে বের করে হাসপাতালে নেয়া হয়।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১০,২০১৯)