Airtel & Robi User Only

প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত

ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাকড

২০১৯ অক্টোবর ২৩ ১২:৫১:১৮
ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাকড

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ভিপি নুর।

নুর বলেন, বুধবার ভোরে আমার আইডি হ্যাকড হয়েছে। এরপর আর কোনোভাবেই আইডিতে প্রবেশ করতে পারছি না। আমি আইনি পদক্ষেপ নেব।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ আমাদের আইডি হ্যাকড করেছিল। তারাই এটা করে থাকতে পারে। এর আগে কোটা আন্দোলনের সংগঠক মশিউর ও বিন ইয়ামীন মোল্লার আইডি হ্যাকড হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার আইডি হ্যাকড করা হয়েছে।

নুর বলেন, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলি। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি আমাদের বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু, তাদের এ ঘৃণ্য চেষ্টা কখনই সফল হবে না।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৩,২০১৯)