Airtel & Robi User Only

প্রচ্ছদ » বিশ্ব » বিস্তারিত

ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন পার্টিতে গুলি, নিহত ৫

২০১৯ নভেম্বর ০৩ ১২:৪২:৫৫
ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন পার্টিতে গুলি, নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে আরও দুজন প্রাণ হারিয়েছেন।

এয়ারবন্ব নামে একটি প্রতিষ্ঠান ভাড়া বাসায় প্রাইভেট পার্টির আয়োজন করছিল। সেখানে শতাধিক মানুষ হেলোইন পার্টিতে অংশ নেয়। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটির সিইও ব্রায়ান চেসকি বলেন, এ ধরনের পার্টির আয়োজন করা তাদের ঠিক হয়নি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রথমে একটি ছোট গ্রুপ বাসাটি পার্টির জন্য ভাড়া নিয়েছিল। পরে এখানে জমকালো হ্যালোইন পার্টির আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বহু মানুষের সমাগম ঘটে।

একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ওই গোলাগুলির ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতদের সবার বয়সই ৩০-এর নিচে বলে জানিয়েছে পুলিশ। বাসা ভাড়া নিয়ে এ ধরনের পার্টি আয়োজন নিষিদ্ধ করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৩,২০১৯)