Airtel & Robi User Only

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

সংসদ ভবনে খোকার জানাজা বৃহস্পতিবার সকাল ১১টায়

২০১৯ নভেম্বর ০৫ ১৪:০৩:০১
সংসদ ভবনে খোকার জানাজা বৃহস্পতিবার সকাল ১১টায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জানাজা বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১২টায় মৃতদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে খোকার মৃতদেহ নিয়ে যাওয়া হবে। দুপুর ৩টায় নেওয়া হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে। সব শেষে পুরান ঢাকার গোপীবাগে নিজ বাসা হয়ে ধূপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে সাদেক হোসেন খোকাকে।

উল্লেখ্য, নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিট) মারা যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। তার বয়স হয়েছিল ৬৭ বছর। বৃহস্পতিবার সকালে তার লাশ দেশে নিয়ে আসা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৫,২০১৯)