Airtel & Robi User Only

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

জাবিতে হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: শিক্ষা উপমন্ত্রী

২০১৯ নভেম্বর ০৬ ১৮:৫০:৪৭
জাবিতে হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: শিক্ষা উপমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: উপাচার্য অপসারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান আন্দোলকারীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের পদধারী কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে সহিংস পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ হল ত্যাগের নির্দেশ দিয়েছে। বিরোধী মতের কারণে সহিংস ঘটনার সৃষ্টি আমাদের কাম্য নয়। হল ছাড়ার নির্দেশ দেওয়ার পরও এমন পরিস্থিতি সৃষ্টি হলে তৃতীয় কোনও পক্ষ সুযোগ নতে পারে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট হোক, তা সাধারণ ছাত্রছাত্রীরা চায় না।’

বুধবার (৬ নভেম্বর) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা উপমন্ত্রী।

এর আগে দুপুর সাড়ে ৩টার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় নির্দিষ্ট সময়ের মধ্যে হল না ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৬,২০১৯)

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৬,২০১৯)