Airtel & Robi User Only

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক- এ মুজিব কর্নার উদ্বোধন

২০২০ মার্চ ১৪ ১০:০৬:২৮
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক- এ মুজিব কর্নার উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) এর প্রধান কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে। ১২ মার্চ, বৃহস্পতিবার, ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে মুজিব কর্নার উদ্বোধন করেন।

এসময় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, সদস্য আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্লা, আলহাজ্ব সেলিম রহমান, মোঃ আমির উদ্দিন পিপিএম, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব ইঞ্জিঃ খন্দকার মেসবাহ
উদ্দিন আহমেদ, আলহাজ্ব নিয়াজ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, এস এম জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমানসহnব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ।

মুজিব কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তাঁর জীবন ও কর্মের ওপর বিভিন্ন বই, আলোকচিত্র, ভিডিও এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে নানা বই স্থান পেয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২মার্চ,২০২০)