Airtel & Robi User Only

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নানা আয়োজন

২০২০ মার্চ ১৭ ১৯:১০:০৬
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নানা আয়োজন

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। ১৭ মার্চ ‘মুজিব কর্নার’ উদ্ভোধন করা হয়েছে। মুজিব কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ আলোকচিত্র, মুজিব শতবর্ষ উদযাপন বিষয়ক তথ্যবিবরণী, আলোকচিত্র ও ফিচার সংরক্ষিত রয়েছে।

কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভ উদ্ভোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো: নাজমুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য মো: কামরুল হাসান, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস.এ.এম সলিমউল্লাহ, উপ-নির্বাহী পরিচালক মো. আব্দুল খালেক খান ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সর্বস্তরের
কর্মকর্তা-কর্মচারীগণ।

এছাড়া মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক স্কুল, কলেজ ও মদ্রাসায় খতমে কোরআনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ইসলামী ব্যাংক হাসপাতাল ও কমিনিউটি হাসপাতালসমূহে আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি
মেডিকেল ক্যাম্প, গরিব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ,২০২০)