Airtel & Robi User Only

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

তামিমের হট সিটে এবার কেন উইলিয়ামসন

২০২০ মে ২০ ১৬:০৫:৪২
তামিমের হট সিটে এবার কেন উইলিয়ামসন

দ্য রিপোর্ট ডেস্ক: ফাফ ডু প্লেসি, রোহিত শর্মা, বিরাট কোহলির পর বাংলাদেশের ওয়ানডে দলপতি তামিম ইকবালের লাইভ অনুষ্ঠানে আসছেন কিউই তারকা কেন উইলিয়ামসন। ২১ মে দুপুর ৩টায় তামিমের অতিথি নিউজিল্যান্ডের এই অধিনায়ক।

এখন পর্যন্ত সবকটি লাইভ রাত সাড়ে ১০টায় করেছেন তামিম ইকবাল। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য থাকায় এদিন দুপুরে অনুষ্ঠিত হবে লাইভ অনুষ্ঠানটি।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিমের লাইভে এসেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। খালেদ মাসুদ পাইলট, আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নুও এ অনুষ্ঠানে ছিলেন।

এ ছাড়া বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং হাবিবুল বাশারকে নিয়ে লাইভ সেশন চালিয়েছিলেন তামিম। গত শনিবার এসেছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং লিটন দাস।

(দ্য রিপোর্ট/আরজেড/২০মে, ২০২০)