Airtel & Robi User Only

প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত

৫৫টি কক‌টেল উদ্ধার পাব‌লিক টয়‌লেট থেকে

২০২০ সেপ্টেম্বর ২৯ ১০:০১:২৮
৫৫টি কক‌টেল উদ্ধার পাব‌লিক টয়‌লেট থেকে

শরীয়তপু‌র প্রতিনিধি: পাব‌লিক টয়‌লেট থে‌কে ৫৫‌টি কক‌টেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। আর এই ঘটনাটি ঘটেছে শরীয়তপু‌র জেলার জা‌জিরা উপ‌জেলার বিলাশপুর বাজারের।

গতকাল সোমবার সন্ধ‌্যা ৬টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।এর আ‌গে দুই যুবক‌কে আটক করা হয়।

এ বিষয়ে শরীয়তপুর ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সাইফুল আলম ব‌লেন, বিলাশপু‌র এলাকা থে‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রা‌সেল মাদবর ও দেবু খাঁ‌ না‌মে দুই যুবক‌কে আটক করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদে তারা জানায় বিলাশপুর ইউ‌নিয়‌নের বিলাশপুর বাজা‌রের পাব‌লিক টয়‌লে‌টে কক‌লেট লুকা‌নো আ‌ছে। সেখানে চার‌টি বাল‌তি‌ থে‌কে ৫৫‌টি কক‌লেট উদ্ধার ক‌রি।

আটককৃতরা হ‌লেন- রা‌সেল মাদবর (২৪) ও দেবু খাঁ (৩৩) এর দুইজনই জাজিরা উপাজেলার বাসিন্দা বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯সেপ্টেম্বর, ২০২০)