Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

বাড়ি ভাড়া বাকি, আটকে গেল বাংলার ভাবি

২০২১ জানুয়ারি ১৩ ১৮:১৫:১১
বাড়ি ভাড়া বাকি, আটকে গেল বাংলার ভাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর আবারো শুটিং হাউজগুলো ব্যস্ত হয়ে পড়েছে। গত ৬ জানুয়ারি হোতাপাড়ার খতিব খামার বাড়িতে ‘বাংলার ভাবি’ সিনেমার শুটিং শুরু হয়। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১টায় সিনেমাটির প্রথম অংশের কাজ শেষ হয়।

গতকাল রাতেই পুরো শুটিং ইউনিট ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু শুটিং বাড়ির ভাড়া না দিতে পারায় আটক রাখে ‘বাংলার ভাবি’ সিনেমার শুটিং ইউনিটকে। এ তথ্য নিশ্চিত করেছেন খতিব খামার বাড়ির ম্যানেজার ফারুক।

ফারুক বলেন, ‘গতকাল রাতেই শুটিং শেষ হয়। তারা একটানা শুটিং করেছেন। এ পর্যন্ত শুটিং হাউজের ভাড়া এসেছে ১ লাখ ১৫ হাজার টাকা। কিন্তু এখনো ভাড়ার এক টাকাও পাইনি। টাকা না দেওয়ায় ইউনিট আটকে রেখেছি।’

‘বাংলার ভাবি’ সিনেমাটি পরিচালনা করছেন চিত্রনায়িকা মৌসুমী। পাশাপাশি সিনেমাটির নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এতে মৌসুমীর বিপরীতে দেখা যাবে ওমর সানিকে। ওমর সানি-মৌসুমী ছাড়াও অভিনয় করছেন বড়দা মিঠু, মেহেদী, আসমা ঝিলিক, সাগর প্রমুখ। এর নৃত্য পরিচালনা করছেন সাইফুল ইসলাম।

প্রথমে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সায়মন তারিকের। তিনি কাজটি ছেড়ে দেওয়ার পর পরিচালনার দায়িত্ব নেন মৌসুমী। এর আগে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘মেহের নিগার’ নামে দুটি সিনেমা নির্মাণ করেছেন মৌসুমী। এটি তার নির্মিত তৃতীয় সিনেমা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জানুয়ারি, ২০২১)