প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » বিস্তারিত

টুইটারের ২৮৯ কোটি ডলারের শেয়ার কিনলেন মাস্ক

২০২২ এপ্রিল ০৫ ১০:৪৮:৩৬
টুইটারের ২৮৯ কোটি ডলারের শেয়ার কিনলেন মাস্ক

দ্য রিপোর্ট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার নিউইয়র্ক ট্রেডিংয়ে টুইটারের শেয়ার ২৭ শতাংশের বেশি বেড়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ পর্যন্ত টেসলার প্রতিষ্ঠাতা সামাজিক যোগাযোগমাধ্যমটির ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮টি শেয়ার কিনে নেন; যার মূল্য ২৮৯ কোটি ডলার।

বর্তমানে কোম্পানিটির বৃহত্তম শেয়ারহোল্ডার ইলন মাস্ক। ২ দশমিক ২৫ শতাংশ শেয়ারের মালিক টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির চেয়ে চারগুণ বেশি শেয়ারের মালিক তিনি।

ইলন মাস্ক একজন নিয়মিত টুইটার ব্যবহারকারী। তার ৮ কোটির বেশি ফলোয়ার রয়েছে। যদিও সম্প্রতি তিনি নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করার বিষয়ে ‘গুরুত্বসহ চিন্তা’ করছেন।

তিনি স্পেসএক্স এবং নিউরালিংকসহ তার মালিকানাধীন কোম্পানিগুলোর আপডেট জানাতে নিয়মিত টুইটার ব্যবহার করেন।

সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ এপ্রিল, ২০২২)