প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত

পুঁজিবাজারে আসছে ইউনিয়ন ব্যাংক

২০২১ মে ০৪ ১১:৪০:১৬
পুঁজিবাজারে আসছে ইউনিয়ন ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক:শেয়ারবাজার থেকে ৪২৮ কোটি টাকা সংগ্রহ করতেপুঁজিবাজারে তালিকাভূক্ত হতে যাচ্ছেচতুর্থ প্রজন্মের ব্যাংক খ্যাত ইউনিয়ন ব্যাংক । এ জন্যতিনটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরও সম্পন্ন হয়েছে যারা ব্যাংকটি ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।ইউনিয়ন ব্যাংক বাদে অন্য দুই প্রতিষ্ঠান হলো প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

জানা গেছে, স্থির মূল্য পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে তালিকাভুক্ত হবে কোম্পানিটি। বাজারথেকে ব্যাংকটি ৪২৮ কোটি টাকা সংগ্রহ করবে তারা ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চোধুরী, পিবিআইএলের প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার রায়হান আলী ও ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রশিদ হুসেন। এ সময় তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেপ্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য,বর্তমানে ব্যাংকটির অনুমোধিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫৫৯ কোটি টাকা।

দ্য রিপোর্ট/এএস/৪ মে ২০২১