প্রচ্ছদ » » বিস্তারিত

বাংলাদেশিদের আবারও ভিসা দিচ্ছে বাহরাইন

২০২২ জুন ১২ ১৯:৪৬:১৭
বাংলাদেশিদের আবারও ভিসা দিচ্ছে বাহরাইন

দ্য রিপোর্ট ডেস্ক: প্রায় সাড়ে চার বছর পর বাংলাদেশিদের আবারও ভিসা দিতে যাচ্ছে বাহরাইন। ফলে দেশে এসে আটকেপড়া বাংলাদেশি কর্মীরা আবারও সেখানে যাওয়ার সুযোগ পাবেন।

সম্প্রতি মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এক ফেসবুক লাইভে এ তথ্য জানান। তিনি বলেন, করোনা মহামারির মধ্যে দেশে এসে আটকেপড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে বাহরাইন সরকার।

বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বাহরাইন সরকার ২০১৮ সালে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এ কারণে যারা করোনা মহামারিকালে দেশে এসেছিলেন, তারাও ফিরতে পারছিলেন না কর্মস্থলে।

এ সমস্যা সমাধানে বাহরাইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে বাংলাদেশ সরকার ও সেখানে থাকা দূতাবাস। এতে মানামার ইতিবাচক ইঙ্গিত মিললে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়।

রাষ্ট্রদূত নজরুল ফেসবুক লাইভে বলেন, বাহরাইনে ফেরার জন্য ৯৬৭ জন নিবন্ধন করেছিলেন। তাদের মালিকপক্ষ ফিরিয়ে নিতে রাজি আছেন। মালিকপক্ষের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে ১৬১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ জুন, ২০২২)