প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত
দাম বাড়ার কারন নেই ৪ কোম্পানির শেয়ারের
২০২২ সেপ্টেম্বর ২৭ ১০:৪৬:২৮দ্য রিপোর্ট প্রতিবেদক:কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বেড়েই চলেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
কোম্পানিগুলো হলো-ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, শাহজিবাজার পাওয়ার ও বিডি থাই ফুড।
ওই চারটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি সিএসই ও ডিএসই কোম্পানিগুলোকে চিঠি পাঠায়। ওই জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ২৫ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম এভাবে বাড়ছে।
গত ১১ সেপ্টেম্বর ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টে শেয়ার দর ছিল ৬৩.১০ টাকা। ২৫ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ৭৯.২০ টাকায় উন্নীত হয়।
গত ২১ সেপ্টেম্বর অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর ছিল ৩৭ টাকা। ২৫ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ৪৪.৭০ টাকায় উন্নীত হয়।
গত ৮ সেপ্টেম্বর শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ছিল ৮৪.৭০ টাকা। ২৫ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ৯৩.১০ টাকায় উন্নীত হয়।
গত ৫ সেপ্টেম্বর বিডি থাই ফুডের শেয়ার দর ছিল ৩৫.৭০ টাকা। ২৫ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ৪৭.৮০ টাকায় উন্নীত হয়।