প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত
রিং শাইন টেক্সটাইলের পরিচালকের পদত্যাগ
২০২৩ মে ২৩ ১৩:৩২:১০দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিঃ সুং ওয়ে মিন-এর পদত্যাগপত্র গ্রহণ করেছে।
কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে মোট শেয়ারের ২১ দশমিক ৩২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কছে। বাকী শেয়ারের মধ্যে ১১ দশমিক ০৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৬ দশমিক ৭৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৬০ দশমিক ৮২ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) তাইওয়ানের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিংশাইন একটি শক্তিশালী কোম্পানি হিসেবেই পরিচিত ছিল। এর শ্রমিকসংখ্যা পাঁচ হাজারের বেশি ছিল।
১৯৯৬ সালে ডিইপিজেডে তাইওয়ানের নাগরিক মি সাও সোয়েটার কারখানাটি চালু করেন। ব্যবসায়িক সাফল্যে একে একে তিনি গড়ে তোলেন অ্যাভাস গার্ড লিমিটেড, শাইন ফ্যাশন লিমিটেড ও ইন্টার লগ লিমিটেড। এসব কারখানায় শ্রমিক ছিল আরও অন্তত সাত হাজার।