প্রচ্ছদ » গণমাধ্যমের খবর » বিস্তারিত
নিবন্ধনের অনুমোদন পেলো ১২টি অনলাইন নিউজ পোর্টাল
২০২৩ জুলাই ১৭ ১৮:৫৫:৫৮দ্য রিপোর্ট প্রতিবেদক:তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে ১২টি অনলাইন নিউজ পোর্টাল। সোমবার (১৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেয়া হয়।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
নিবন্ধনের অনুমতি পাওয়া ১২টি নিউজ পোর্টাল হলো- অর্থসূচক ডট কম, সময়ের কথা টুয়েন্টিফোর ডট কম, অপরাধের চোখ টুয়েন্টিফোর বিডি ডট কম, আজকের রাবন ডট কম, দিনের শেষে ডট কম, ডেইলি ভোরের পাতা ডট কম, দি নিউজ ই ডট কম, পিপলস নিউজ টুয়েন্টিফোর ডট কম, অপরাজেয়া টুয়েন্টিফোর ডট কম, বর্তমানের খবর ডট কম, বাংলার জনপদ ডট কম, দি রিপোর্ট ডট লাইভ।