প্রচ্ছদ » বিশ্ব » বিস্তারিত

ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে  ৯০ 

২০২৪ জুলাই ১৪ ১০:৩১:০৯
ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে  ৯০ 

দ্য রিপোর্ট ডেস্ক:গাজার আল মাওয়াইসিতে ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ জনে। আহত অন্তত তিন শতাধিক। যে জায়গাটিতে হামলা চালানো হয়েছে, এই স্থানটিকে ইসরায়েল আগে থেকেই ‘সেফ জোন’ হিসেবে ঘোষণা করেছিল।

গতকাল শনিবার (১৩ জুলাই) নিরাপদ ঘোষিত ওই এলাকাটিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বহর।

এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, হামলার মূল টার্গেট ছিলেন হামাসের সামরিক নেতা মোহাম্মদ দেইফ এবং তার সহযোগি রাফা সালামেহ্। ইসরায়েলি প্রধানমন্ত্রী তাদের মৃত্যুর খবর দিলেও এ তথ্য নিশ্চিত করেনি- হামাস।

এদিকে হামলা ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মুসলিম দেশগুলো।

দেশগুলোর ভাষ্য, বিভিন্ন মহলের আহ্বানের পরও নিরীহ গাজাবাসীর ওপর এমন নির্মমতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এর আগেও নিরাপদ ঘোষিত এলাকাগুলোয় বহুবার হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা।