প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

প্যারিস অলিম্পিক উপলক্ষ্যে গুগলের বিশেষ  ‘ডুডল’

২০২৪ জুলাই ২৬ ১১:২৬:৪৪
প্যারিস অলিম্পিক উপলক্ষ্যে গুগলের বিশেষ  ‘ডুডল’

দ্য রিপোর্ট ডেস্ক:ইতোমধ্যে অলিম্পিকে কয়েকটি ইভেন্টের খেলা শুরু হয়ে গেছে। তবে প্যারিস অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন আজ শুক্রবার রাত সাড়ে ১১টায়। এবারের অলিম্পিক চলবে ১১ আগস্ট পর্যন্ত।

প্যারিস অলিম্পিককে কেন্দ্র করে বিশেষ সাজে সেজেছে গুগল। এ উপলক্ষে বিশেষ ‘ডুডল’ প্রকাশ করেছে গুগল। সার্চ ইঞ্জিন জায়ান্টটি তাদের হোমপেজে অলিম্পিক আয়োজনকে স্বাগত জানাতেই এটি করেছে।

৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য লড়বেন বিশ্বের নানান প্রান্ত থেকে আসা খেলোয়াড়েরা। ২০৬ দেশের ১০ হাজার ৫০০ জন ক্রীড়াবিদ অংশ নিবেন ২০২৪ সালের অলিম্পিকে।