প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত
ঢাবিসহ ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
২০২৪ আগস্ট ১০ ২১:৫৩:১২দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাকসুদ কামাল ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলেন।
শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন ঢাবি উপাচার্য। বিষয়টি নিশ্চিত করে ড. মাকসুদ কামাল বলেন, ‘বিষয়টি নিয়ে গত শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে।
এর আগে শুক্রবার ঢাবি প্রক্টরসহ প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়টি জেনেছি। তবে দাপ্তরিক কোনো কাগজ আসেনি।’ এর আগে শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, শিক্ষক সমিতিসহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সব শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করার ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।