প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত
এমপক্স নতুন কোনো কোভিড নয়: ডব্লিউএইচও
২০২৪ আগস্ট ২০ ২২:২৭:০৬দ্য রিপোর্ট ডেস্ক:এমপক্সের প্রাদুর্ভাব নতুনকোনো কোভিড নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনটি বলেছে। ভাইরাসটির পাশাপাশি এটি নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে ইতোমধ্যে অনেক কিছু জানা গেছে।
জীবসত্তাটির ১ বি ধরন নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। জাতিসংঘের সংস্থাটি ভাইরাসের ধরনটির জন্য বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা বা পিএইচইআইসি জারি করেছে।
মঙ্গলবার ডব্লিউএইচওর ইউরোপীয় পরিচালক হ্যান্স ক্লুজ বলেন, এমপক্সের বিস্তারকে নিয়ন্ত্রণ করা যেতে পারে।
২০২২ সালের জুলাইয়ে ডব্লিউএইচও এর চেয়ে কম সংক্রমণ ক্ষমতাসম্পন্ন এমপক্সের জন্য বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছিল। সমকামী ও উভকামী পুরুষরা এতে বেশি সংক্রমিত হয়েছিলেন। সতর্কতাটি পরে ২০২৩ সালের মে মাসে তুলে নেওয়া হয়।
ক্লুজ জোর দিয়ে বলেন, এমপক্স নতুন কোনো কোভিড নয়। তিনি বলেন, আমরা জানি কীভাবে এমপক্স নিয়ন্ত্রণ করতে হয়। ইউরোপীয় অঞ্চলে এর সংক্রমণ সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।