প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
৬ সংস্কার কমিশনের প্রধানরা পাবেন বিচারপতির সমমর্যাদা
২০২৪ অক্টোবর ১০ ১২:৪৯:০৯দ্য রিপোর্ট প্রতিবেদক:ছয় সংস্কার কমিশনের প্রধানরা আপিল বিভাগের বিচারপতিদের মর্যাদা, বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ৩ অক্টোবর গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ৬ অক্টোবর গঠিত সংবিধান সংস্কার কমিশেনর কমিশন প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
ওই কমিশনগুলোর সদস্যরা যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নন, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ারজন্য ১০ হাজার টাকা সম্মানি এবং যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তারা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়া জন্য পাঁচ হাজার টাকা সম্মানি প্রাপ্ত হবেন। তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা নিতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।