প্রচ্ছদ » অপরাধ ও আইন » বিস্তারিত

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

২০২৪ অক্টোবর ৩০ ০১:৪৪:০৩
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক:সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।

সেসব মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা৷

উপাধ্যক্ষ আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য।

১৯৯১ সাল থেকে শুরু করে সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন এমপি হিসেবে নির্বাচিত হন তিনি। পরে কৃষিমন্ত্রীর দায়িত্ব পান।