প্রচ্ছদ » কর্পোরেট সংবাদ » বিস্তারিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার ১০০ কোটি টাকার খেলাপী বিনিয়োগ দায় আদায়
২০২৪ নভেম্বর ০৫ ০৯:২৭:৫৪দ্য রিপোর্ট প্রতিবেদক:আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর আগ্রাবাদ শাখায় বিনিয়োগকৃত অর্থের মধ্যে খেলাপী বিনিয়োগ দায় হিসেবে বিবেচিত ১০০ কোটি টাকা আদায় হয়েছে।
রোববার (৩ নভেম্বর) এ উপলক্ষ্যে আগ্রাবাদ শাখায় “সেলিব্রেটিং দ্যা রিকভারি পারফর্মেন্স” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনের মেন্টর মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, আগ্রাবাদ শাখা ব্যাবস্থাপক মোঃ শোয়েব ইসলাম চৌধুরী এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার রিকভারির জন্য সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে প্রত্যেক গ্রাহকওয়ারী সুনির্দিষ্ট আদায় পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ব্যাংকের শ্রেণীকৃত বিনিয়োগের পরিমাণ নূন্যতম পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পরামর্শ প্রদান করেন, যাতে অনিয়মিত বিনিয়োগ আদায় কার্যক্রম অব্যাহত রেখে শাখার গুনগত বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা যায়।