প্রচ্ছদ » বিশ্ব » বিস্তারিত

বড় লাফ কমলার, তবুও এগিয়ে ট্রাম্প

২০২৪ নভেম্বর ০৬ ১১:৫২:৫৮
বড় লাফ কমলার, তবুও এগিয়ে ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ। আনুষ্ঠানিকভাবে প্রায় সব রাজ্যে ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

চলছে ফল গণনা।

ফলাফলে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সর্বশেষ আপডেট (বুধবার, সকাল ১১ টা ১০ মিনিট) বলছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩০ইলেক্টোরাল ভোট। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০ ইলেক্টোরাল ভোট।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮। একজন প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট শেষ হয় কেন্টাকিতে। এরপর ইন্ডিয়ানা রাজ্যের ভোট শেষ হয়। তারপর থেকেই ভোটবুথগুলো থেকে ফলাফল আসতে শুরু করে।

দুই ঘণ্টা আগেও ট্রাম্প থেকে অনেক পিছিয়ে ছিলেন কমলা। তবে ক্যালিফোর্নিয়ায় বড় জয় পেয়ে এগিয়ে গেছেন তিনি। ৫৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে ট্রাম্পের কাছাকাছি এগিয়ে গেলেন কমলা।

শুধু ক্যালিফোর্নিয়ায় নয়, ওয়াশিংটন ও ইলিনয়ে কমলার জয় হয়েছে। এ ছাড়াও ম্যাসাচুসেটস, নিউ জার্সি, ভার্মন্ট, মেরিল্যান্ড, রোড আইল্যান্ড, ডেলাওয়ার ও কানেটিকাটেও জয়ী ঘোষণা করা হয়েছে তাকে।

এছাড়া, নিউ ইয়র্কও নিজের ঝুলিতে পুরলেন কমলা। অঙ্গরাজ্যটির ২৮টি ইলেক্টোরাল ভোট গেছে সেখানে ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে।

এদিকে, এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে ৪০টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। কেন্টাকি-ইন্ডিয়ানায়ও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট শেষ হয় কেন্টাকিতে। এরপর ইন্ডিয়ানা রাজ্যের ভোট শেষ হয়। তারপর থেকেই ভোটবুথগুলো থেকে ফলাফল আসতে শুরু করে।

সিএনএন জানিয়েছে, এবারের নির্বাচনের অন্যতম সুইং স্টেট জর্জিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত ৬৪ শতাংশ ভোট গণনা হয়েছে। এর আগে তিনি ফ্লোরিডায় জয় পান। টানা তৃতীয়বারের মতো নিজ অঙ্গরাজ্যে জয় পেলেন তিনি, পেয়েছেন ৩০ ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি।

সুইং স্টেটগুলো হলো - পেনসিলভানিয়া (১৯ ইলেকটোরাল ভোট), মিশিগান (১০), জর্জিয়া (১৬), উইসকনসিন (১০), নর্থ ক্যারোলিনা (১৬), নেভাদা (৬) ও অ্যারিজোনা (১১)।

সাধারণত এই রাজ্যগুলোতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের প্রায় সমান সমর্থন থাকে। যার ফলে এখানকার ভোটারদের সিদ্ধান্তই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে।

পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে এগিয়ে কমলা। অন্যদিকে জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায় এগিয়ে ট্রাম্প। নেভাদা ও অ্যারিজোনা রাজ্যের ফলাফল ঘোষণা হয়নি এখনও।