প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
গুরবাজের শতক, ওমরজাইয়ের ছক্কায় সিরিজ আফগানিস্তানের
২০২৪ নভেম্বর ১২ ০৮:২৫:৫৭দ্য রিপোর্ট ডেস্ক:জয়ের জন্য শেষ ৫ ওভারে ৩৩ চাই আফগানিস্তানের। ১০ বল হাতে রেখে অভিজ্ঞ মোহাম্মদ নবি এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের জুটিতে অনায়াসে সেটা নিশ্চিত করল আফগানরা। আর তাতে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫ উইকেট হার বাংলাদেশের।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৬৮ রানের জয়ে সিরিজে সমতা এনেছিল টাইগাররা। কিন্তু সেই মোমেন্টাম ধরে রাখতে পারল না বাংলাদেশ। সোমবার (১১ নভেম্বর) শারজাহতে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮, মিরাজের ৫৯ ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৪৪ রান তুলে বাংলাদেশ। এই সংগ্রহ দ্বিতীয় ওয়ানডের চেয়ে (২৫২/৭) ৮ রান কম।রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৪১ রান পায় আফগানিস্তান। তবে ১২তম ওভারে মােস্তাফিজের বলে রহমানুল্লাহ গুরবাজের ক্যাচ ছেড়ে বাংলাদেশর বিপদ বাড়ান রিশাদ হোসেন। এখানেই শেষ নয়, ২২তম ওভারে মিরাজের পঞ্চম বলে গুরবাজকে স্টাম্পিং করতে ব্যর্থ হন জাকের আলী। তখন গুরাবাজের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৫৬ রান। গুরবাজ থিতু হলে ম্যাচটি বের করা কঠিন, আর সেটাই কাল হলো বাংলাদেশের। শেষ পর্যন্ত ৩৯তম ওভারে এসে ১২০ বলে ১০১ রানে থামে গুরবাজের ইনিংস।
এরপর দ্রুত গুলবাদিন নাইব ফিরলেও আফগানিস্তানের শেষটা দুর্দান্তভাবে টেনে নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবী। ৪৮ বলে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়ে গড়েন এই দুই ব্যাটার। নবি পাঁচটি চারে ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। পাঁচ ছক্কা এবং তিন চারে ৭৭ বলে ৭০ রান আসে ওমরজাইয়ের ব্যাট থেকে।
ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওমরজাই। ব্যাট হাতে অবদান রাখার আগে বল হাতে ৪ উইকেট নেন ৩৭ রানে। আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে নবির হাতে।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান-৪৮.২ ওভারে ২৪৬/৫ (আজমত ৭০*, নবি ৩৪*, গুলবাদিন ১, গুরবাজ ১০১, হাসমতউল্লাহ ৬, রহমত ৮, সেদিকুল্লাহ ১৪; রানা ২/৪০, শরিফুল ০/৬১, মিরাজ ১/৫৬, সৌম্য /১২, নাসুম ০/২৪, মােস্তাফিজুর ২/৫০)।)
বাংলাদেশ-৫০ ওভারে ২৪৪/৮ (শরিফুল ২*, মাহমুদউল্লাহ ৯৮, নাসুম ৫, জাকের ১, মিরাজ ৬৬, হৃদয় ৭, সৌম্য ২৪, তানজিদ ১৯, জাকির ৪; ফারুকি ০/৪১, গাজানফার ০/৪৯, ওমরজাই ৪/৩৭, নবি ১/৩৭, খারোতে ০/৩৫, রশিদ ১/৪০)।