প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

দেশ পরিচালনার দায়িত্ব পেলে আহতদের পুনর্বাসন করা হবে: সালাউদ্দিন

২০২৪ নভেম্বর ১৪ ১৮:৩৫:১১
দেশ পরিচালনার দায়িত্ব পেলে আহতদের পুনর্বাসন করা হবে: সালাউদ্দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক:জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের পুনর্বাসন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ বলেন, ‘‘আমরা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব আহতদের পুনর্বাসন করা হবে।’’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আহতদের তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকা সহায়তা দেন সালাউদ্দিন আহম্মেদ।

সালাউদ্দিন বলেন, ‘‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে আছি। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে এসেছি এখানে।’’

তিনি বলেন, ‘‘দেশে এখনও ফ্যাসিবাদী গোষ্ঠী কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। কীভাবে দেশে রাজনীতি করার কথা বলে, আমরা বুঝি না।’’