প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত
শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
২০২৪ নভেম্বর ১৪ ১৮:৪২:৫১দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। সেই সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ৪.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৫৮টি কোম্পানির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।
এদিন ডিএসইতে মোট ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৮.৯০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৮০ পয়েন্টে, শরিয়া সূচক ৮.০৬ পয়েন্ট কমে ৯৫৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮৬.২২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪০৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩০টি কোম্পানির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত আছে ২০টির।
দিন শেষে সিএসইতে ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।