প্রচ্ছদ » অপরাধ ও আইন » বিস্তারিত

শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

২০২৪ নভেম্বর ১৮ ১২:৩৯:৪০
শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলা তদন্তে কর্মকর্তারা দুই মাসের সময় চান। আদালত এক মাসের সময় মঞ্জুর করেছেন।