প্রচ্ছদ » কর্পোরেট সংবাদ » বিস্তারিত

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন

২০২৪ নভেম্বর ১৯ ১০:২৭:৪০
তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন

দ্য রিপোর্ট প্রতিবেদক:সেরা আর্থিক প্রতিবেদন, ২০২৩ প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) কাছ থেকে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এ নিয়ে তৃতীয়বারের মতো সাফার গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

গত ১১ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে হোটেল সিনামন লেকসাইডে জাঁকজমকপূর্ণভাবে ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড’, ‘ইন্টিগ্রেটেড রিপোটিং অ্যাওয়ার্ড’ এবং ‘সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সাফার সভাপতি হেসানা কুরুপ্পু’র কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. পি নন্দলাল বীরাসিংহ, সাফার স্থায়ী সচিব ড. জয়কুমার বাত্রা, ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের এএমডি এবং সিএফও মো. জিয়াউল আলম বলেন, “যে কোনো পুরস্কারপ্রাপ্তি প্রতিষ্ঠানের জন্য অবশ্যই গৌরবের। ওয়ালটন আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতি এবং দেশীয় সকল আইন মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। তারই স্বীকৃতি হিসেবে সাফার গোল্ড অ্যাওয়ার্ড অর্জন। সাফা কর্তৃপক্ষকে ওয়ালটন পরিবারের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু ওয়ালটন পরিবারের অর্জন নয়; এই অর্জন সমগ্র বাংলাদেশের। এ ধরনের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে পুরস্কারপ্রাপ্তি ওয়ালটনের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।”

সাফা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর অ্যাকাউন্টিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে ক্রমাগতভাবে কাজ করে যাওয়া একটি প্রতিষ্ঠান, যা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। সাফার অন্যতম প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে—আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতি অনুযায়ী যেসব প্রতিষ্ঠান আর্থিক প্রতিবেদন প্রেজেন্টশন এবং ডিসক্লোজারে সর্বোচ্চ গুণগতমান রক্ষা করে, তাদেরকে পুরস্কৃত করা। এরই ধারাবাহিকতায় ওয়ালটন পূর্ববর্তী বছরের মতো এবারও গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হলো। এবার ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ওয়ালটন গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে যৌথভাবে।