প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত

টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

২০২৪ নভেম্বর ১৯ ১০:৪২:০৯
টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক:টাঙ্গাইলের মধুপু‌রে বাস ও পিকআপভ্যানসংঘ‌র্ষে চারজন নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গ‌লবার (১৯ ন‌ভেম্বর) ভোর স‌া‌ড়ে ৫টার দি‌কে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়কের উপ‌জেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

তারা সবাই পিকআপভ্যানে ছিল। তবে তাদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌সেল আহ‌ম্মেদ ব‌লেন, ভো‌রে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় বা‌সের সঙ্গে মধুপুরগামী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময়চালক ও হেলপার ঘটনাস্থ‌লেই নিহত হন।

প‌রে গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যানে থাকা আরও দুইজন‌কে উদ্ধার ক‌রে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখানে তা‌দের মৃত‌্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়‌নি। দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হ‌য়ে‌ছে।