প্রচ্ছদ » বিশ্ব » বিস্তারিত

দূষণ ধুয়ে ফেলতে দিল্লিতে কৃত্রিম বৃষ্টির আবেদন

২০২৪ নভেম্বর ১৯ ২৩:৪০:২৪
দূষণ ধুয়ে ফেলতে দিল্লিতে কৃত্রিম বৃষ্টির আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক:ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণের পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি এমন হয়েছে যে, দিনের বেলায় রাতের মতো প্রায় অন্ধকার পরিস্থিতি বিরাজ করেছে মঙ্গলবার। এদিন দিল্লির বায়ুদূষণের সূচক ৫০০ ছুঁয়ে ফেলেছ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ভয়ংকর বায়ুদূষণের কারণে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ক্যাম্পাসের পরিবর্তে অনলাইন পঠনপাঠনের ব্যবস্থার নির্দেশনা জারি করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইন ক্লাস।

বায়ুদূষণকে ‘মেডিকেল ইমার্জেন্সি’ হিসেবে ঘোষণা করেছে দিল্লির সরকার। সোমবার দিল্লির বায়ুদূষণ চলতি মৌসুমের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দিল্লির বায়ুদূষণের মাত্রা ছিল ৪৮১। মঙ্গলবার আরো বেড়েছে দূষণের পরিমাণ।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজধানীর দূষণের মাত্রা উঠেছে ৪৯৪ পর্যন্ত। এছাড়া দিল্লির একাধিক এলাকায় দূষণের মাত্রা ৫০০ ছুঁয়ে ফেলেছে। সেই তালিকায় রয়েছে জওহরলাল নেহরু স্টেডিয়াম, মুনকা, নর্থ ক্যাম্পাস, ওয়াজিরপুরের মতো জায়গাগুলো।এই পরিস্থিতিতে দিল্লির আপ সরকার চাইছে কোনোভাবে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে দূষণ ধুয়ে ফেলতে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায় ইতিমধ্যেই কেন্দ্রের কাছে দিল্লিতে কৃত্রিম বৃষ্টির জন্য আবেদন করেছেন।

গোপাল জানান, দূষণে দিল্লির হাঁসফাঁস পরিস্থিতি। অথচ, কেন্দ্র নীরব। ইতিমধ্যেই বার কয়েক অনুরোধ করা হয়েছে কৃত্রিম বৃষ্টির জন্য। কিন্তু কেন্দ্র অনুমতি দেয়নি। কেন্দ্র অনুমতি দিলেই দিল্লিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা হবে। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।