প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

এনআরবিসি ব্যাংকের ছয় কর্মকর্তার হিসাব তলব

২০২৪ ডিসেম্বর ০২ ২২:২৫:২৯
এনআরবিসি ব্যাংকের ছয় কর্মকর্তার হিসাব তলব

দ্য রিপোর্ট প্রতিবেদক:এনআরবিসি ব্যাংকের ২ পরিচালক ও ১ কমকর্তার ব্যাংক হিসাব জব্দের পর এবার ব্যাংকটির ৬ কর্মকর্তার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

কর্মকর্তারা হলেন- ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান কামরুল হাসান, আইসিটি বিভাগের প্রধান দিদারুল হক মিয়া, এমআইএস বিভাগের প্রধান রাজিদুল ইসলাম, বৈদেশিক মুদ্রা বিনিময়ের দায়িত্বে থাকা চিফ ডিলার জমির উদ্দিন, প্রধান অর্থ কর্মকর্তা জাফর ইকবাল হাওলাদার এবং সিকিউরিটি বিভাগের প্রধান ফরহাদ সরকার।

সোমবার (২ ডিসেম্বর) সংস্থাটির পক্ষ থেকে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে ৫ কার্যদিবসের মধ্যে উল্লেখিত ৬ কমকর্তা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা সকল হিসাবের তথ্য চেয়েছে সংস্থাটি।

এর আগে গত ১৪ নভেম্বর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল ও ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জাফর ইকবাল হাওলাদার এবং সাবেক পরিচালক আদনান ইমামের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ জারি করে বিএফআইইউ।

প্রসঙ্গত, ২০১৩ সালে অনুমোদন পাওয়া নতুন নয় ব্যাংকের একটি এনআরবিসি ব্যাংক। শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে।